কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে ২০ কক্ষ পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডারের লিকেজের আগুনে দুটি কলোনির ২০টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (৫ মার্চ) বিকেলে উপজেলার জোড়াপাম্প উত্তরপাড়া এলাকায় তাইজুদ্দিনের একটি ভাড়া কক্ষে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এ আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মীরা ও এলাকাবাসী জানান, বিকেল সাড়ে চারটার দিকে তাইজুদ্দিনের বাড়ির ভাড়াটিয়া রতন মিয়ার কক্ষে থাকা গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের বাড়ীর রফিকুল ইসলামের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় দুইটি বাড়ির পোশাক তৈরির কারখানার শ্রমিকদের ভাড়া আবাসিক কক্ষে থাকা আসবাবপত্র, ইলেক্ট্রনিক্স সামগ্রী, কাপড়চোপরসহ মালামাল পুড়ে যায়। এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারদের দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা হবে। ওই বাড়ির ভাড়াটিয়া শাহ আলম ও ইসরাফিল মিয়া বলেন, বিকাল সাড়ে চারটার দিকে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লাগে। সেই আগুন আমাদের কক্ষসহ অনন্য কক্ষে ছড়িয়ে পড়ে। আমরা কোন মালামাল বাহির করতে পারিনি। কক্ষে থাকা স্বর্ণালংকারসহ নগদ ৩৭ হাজার টাকা ও আসবাব পত্র ছিল কিছুই বের করতে পারিনি। আমাদের এখন পড়ার মতো কোন কাপড় নেই।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর (ইনচার্জ) ইফতেখার হাসান রায়হান চৌধুরী বলেন, গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাজীপুর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম সাইফুল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.