কারিনা কাপুর খান : ‘আমি আমার জীবনের তারকা’

বিটিসি বিনোদন ডেস্ক কারিনা কাপুর খান এখন পর্যন্ত বলিউডের শক্ত অবস্থানে আছেন এই বিষয়ে কোনো ভিন্নমত নেই কারো। সিনেমায় তিনি অনিয়মিত হলেও তার নতুন ছবির খবর পেজ থ্রির অন্যতম খবর।

কারিনা বলেন, ‘আমি নিজের সামর্থ্য সম্পর্কে ভালোভাবে জানি। আমার আশেপাশে কে কি করছেন সেদিকে আমি ভ্রুক্ষেপ করি না। কে কোন সিনেমা করছেন বা কোন পরিচালক আর অভিনয়শিল্পী একসাথে কাজ করছেন এগুলো আমার বিষয় নয়। আমি আমার জীবনের তারকা। আমি কী পছন্দ করবো তা কেউ ঠিক করে দেবে সেটি আমি চাই না।’

এদিকে বলিউড পাড়ায় শোনা যাচ্ছে ‘দাবাং’ সিনেমার তৃতীয় কিস্তির আইটেম গানে নাচবেন তিনি। এর আগে ‘দাবাং টু’তে কারিনাকে ‘ফেভিকল সে’ গানের সঙ্গে নাচতে দেখা যায়।

তবে এই বিষয়ে এখনো কোনো কথা বলেননি কারিনা কাপুর বা সালমান খান। তবে অনেক বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আগামী মাস থেকে শুরু হবে ছবির শুটিং। মুক্তি দেওয়া হবে আগামীবছর। এই ছবিতে সালমান খানের সাথে আবারো দেখা যাবে সোনাক্ষী সিনহাকে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.