কারারক্ষীর ছেলে ধনবাড়ীতে অপহরণ, ১২ ঘণ্টার মধ্যেই উদ্ধার
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে অপহরণের ১২ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের রক্ষীর অপহৃত ছেলেকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণকারী দলের হোতা রবীন হোসেনকে (২৪) আটক করা হয়। গতকাল শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) বিকালে তাকে কোর্টে সোপর্দ করা হয়।
গত বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে ধনবাড়ীর পাইস্কার নিজ এলাকা থেকে জুনায়েদ হোসেন আহাদ নামের ৭ম শ্রেণির ওই ছাত্র অপহরণ হয়। পাইস্কা ইউনিয়নের সোনামুই বাদুড়িয়া গ্রামের বাসিন্দা কারারক্ষী আশরাফুল আলমের ছেলে জুনায়েদ হোসেন আহাদ পাইস্কা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। বাবা আশরাফুল আলম ঢাকার কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত।
Comments are closed, but trackbacks and pingbacks are open.