কারাগার থেকে ভোট দিলেন ইমরান খান, বঞ্চিত স্ত্রী বুশরা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং পিটিআই-এর বন্দী নেতা ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা আদিয়ালা কারাগার থেকে ডাকযোগে (পোস্টাল ব্যালটের মাধ্যমে) ভোট দিয়েছেন। খবর দ্য ডনের।
অন্যান্য রাজনৈতিক নেতারা যারা ডাকযোগে ভোট দিতে পেরেছেন তাদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি, পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহি, আওয়ামী মুসলিম লীগ প্রধান শেখ রশিদ এবং সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
তবে পোস্টাল ভোটিং প্রক্রিয়া শেষ হওয়ার পরে দোষী সাব্যস্ত এবং গ্রেফতার হওয়ায় ভোটাধিকার প্রয়োগে অংশ নিতে পারেননি ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.