বিটিসি স্পোর্টস ডেস্ক: এই বছরই ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করে অ্যাশেজ সিরিজ ধরে রেখেছে অস্ট্রেলিয়া। তার আগে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাও জিতেছে অজিরা। আর গতকাল ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতেছে দলটি। এর সবই হয়েছে প্যাট কামিন্সের নেতৃত্বে।
এই তিনটি সাফল্যের কোনটাকে এগিয়ে রাখছেন অজি অধিনায়ক? কামিন্স অবশ্য বলছেন, ভারতের মাটিতে বিশ্বকাপ জেতাই সবচেয়ে বড় সাফল্য।
গতকাল শিরোপা উৎসবের পর সংবাদ সম্মেলনে এসে কামিন্স বলেছেন,’এটা বিশাল, আমার মনে হয় আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ চূড়া হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ জেতা। বিশেষ করে ভারতের মাটিতে, অসংখ্য সমর্থকের সামনে।’
কেন এই শিরোপা জেতা সেরা সে ব্যাখ্যাও দিয়েছেন কামিন্স,’এখানে সব শীর্ষ দল খেলে থাকে।
প্রতি চার বছর পর পর খেলার সুযোগ পান। যদি আপনার দশ বছরের ক্যারিয়ার হয় তাহলে মাত্র দুইবার এই আসরে খেলার সুযোগ পাবেন। আর হ্যাঁ, এই আসর বিশ্ব ক্রিকেটের সবাইকে থামিয়ে দেয়। তাই এর থেকে আর ভালো হতে পারে না।
‘
টেস্ট ক্রিকেটকে সবাই সবকিছুর ঊর্ধ্বে রাখলেও কামিন্স কেন ওয়ানডে বিশ্বকাপকে এগিয়ে রাখছেন সে ব্যাখ্যাও দিয়েছেন,’ওয়ানডে বিশ্বকাপের ইতিহাস সমৃদ্ধ। আর ভারতের সঙ্গে আমাদের কন্ডিশনের পার্থক্য অনেক। সেখানে এসে ৫-৬ সপ্তাহে ১১ ম্যাচ খেলা অনেক কঠিন। আমাদের দল যেভাবে খেলে শিরোপা জিতেছে তাতে এটিই সর্বোচ্চ চূড়া।’ #
Comments are closed, but trackbacks and pingbacks are open.