কামারখন্দে গমভর্তি ট্রাকে আগুন দিয়ে পালালো দুর্বৃত্তরা

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপি ও সমমনা দলগুলোর দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালে ঢাকা-বগুড়া মহাসড়কে গমভর্তি একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (২০ নভেম্বর) দিবাগত গভীর রাতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় উত্তরবঙ্গগামী ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি গমভর্তি ট্রাকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মহাসড়কের কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় পৌঁছালে এতে আগুন দেওয়া হয়। টহলবাহী টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। কারা এই আগুন দিয়েছে, তাদের শনাক্তের চেষ্টা চলছে।
এর আগে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে একই উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় একটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছিলো দুর্বৃত্তরা। এ ঘটনায় চালক বাদী হয়ে মামলা দায়ের করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মোসুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.