চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান অংশে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে অর্ধশতাধিক বাস যাত্রি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শনিবার (০২ ডিসেম্বর) দুপুরে রাঙ্গুনিয়ামুখি একটি যাত্রিবাহী বাস পাশের হ্রাদের ভিতর পড়তে যাচ্ছিল,চালকের সাহসিকতার কারণে বড় ধরণের দুর্ঘটনা থেকে যাত্রিরা রক্ষায় পায়।
জানা যায়, সড়কের গশ্চি ধরাটেক এলাকায় চালক হঠাৎ করে শাহ আমানত নামের গাড়িটির নিয়ন্ত্রন হারিয়ে ফেললে যাত্রি নিয়ে বাসটি হ্রাদের দিকে নেমে পড়ছিল।
চালক নিজের দক্ষতার পরিচয় দিয়ে পানিতে পড়ার আগে সড়ক কিনারায় বাসটি আটকাতে সক্ষম হয়। জানা যায় স্থানীয় জনসাধারণ ও চুয়েট পুলিশ ফাঁড়ীর লোকজনের সহায়তায় যাত্রিদের নিরাপদের উদ্ধার করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম প্রতিনিধি মো. মোতাহার আলী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.