কান উৎসবে ঝলমলে পোশাক পরায় ঐশ্বরিয়াকে কটাক্ষ

বিটিসি বিনোদন ডেস্ক: ‘কান চলচ্চিত্র উৎসব’ এর ৭৭তম আসরে বরাবরের মতো এবারও স্বমহিমায় উজ্জ্বল ঐশ্বরিয়া রাই। তবে উৎসবের দ্বিতীয় দিন (শুক্রবার) অভিনেত্রীর ঝলমলে সাজপোশাক দেখে তুমুল সমালোচনা করছেন নেটিজেনরা।
শুক্রবার ছিল কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন। সেদিন ‘কাইন্ডস অফ কাইন্ডনেস’-এর স্ক্রিনিংয়ে অংশ নেওয়ার আগে রেড কার্পেটে হাঁটেন ঐশ্বরিয়া রাই। পোশাকশিল্পী ফাল্গুনী শেন পিককের তৈরি ফিরোজা ও রূপালি রঙের উজ্বল এক গাউনে সেজে উঠেছিলেন সাবেক বিশ্বসুন্দরী।
কিন্তু অভিনেত্রীর এই লুক দেখে অনেকেই মজা করে লিখেছেন, অনেকেই কটাক্ষ করে তার পোশাককে জন্মদিনে বাড়ি সাজানোর সরঞ্জামের সঙ্গে তুলনা করেন।
তার পোশাক দেখে একব্যক্তি তার এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এই পোশাকের অনুপ্রেরণা কী ছিল? জন্মদিনের পার্টি? আপনার স্টাইলিস্টকে বরখাস্ত করুন, ঐশ্বরিয়া।’
অন্য আর এক এক্স ব্যবহারকারী শিবাঙ্গী যাদব তার এক্স হ্যান্ডেলে ‘কান’-এর দ্বিতীয় দিনে নায়িকার একটি ছবি শেয়ার করে লেখেন, ‘ঐশ্বরিয়া আপনার কাছে আমার আন্তরিক আবেদন দয়া করে আপনার স্টাইলিস্টকে বরখাস্ত করুন।
আপনি এত সুন্দরী, কিন্তু এটা কেমন পোশাক বলুনতো! আমি আশ্চর্য হয়ে যাচ্ছি।’ অন্য আরও এক এক্স ব্যবহারকারী লেখেন, ‘আমি জানি না কেন কিন্তু আমার দেখে মনে হচ্ছে ঐশ্বরিয়ার স্টাইলিস্ট তাকে মেট গালার জন্য সাজিয়েছেন কানের জন্য নয়।’
এদিকে কান সফরের দ্বিতীয় দিনে মায়ের পাশে নজর কাড়লেন আরাধ্যা। নীল রঙের পোশাকে ঐশ্বরিয়া ছিলেন সাবলীল। মায়ের পাশে আরাধ্যার দেখা মিলল হলুদ রঙের পোশাকে। একদম নো-মেকআপ লুকে দেখা মিলেছে আরাধ্যাকে।
গত বৃহস্পতিবার কান উৎসবে আরাধ্যার সঙ্গে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। উৎসবে মা-মেয়ে জুটিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। মুম্বাই এয়ারপোর্টে ঐশ্বরিয়াকে প্লাস্টার করা হাতে দেখে ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.