কানাডা ও ইইউর পণ্যের ওপর আরও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর আরও শুল্ক আরোপের মাধ্যমে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ আরও তীব্র করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধান দুই বাণিজ্য অংশীদারের পক্ষ থেকে এরই মধ্যে আরোপিত শুল্কের পাল্টা জবাবের ঘোষণার পর বুধবার (১২ মার্চ) নতুন করে হুমকি দেন তিনি।
যুক্তরাষ্ট্রে আমদানি করা সব ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। যা বুধবার (১২ মার্চ) থেকে কার্যকর হয় এবং বিশ্বের সব দেশের জন্য প্রযোজ্য।
এর পরপরই ট্রাম্প বলেন, ইইউ যদি আগামী মাসে কিছু মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা এগিয়ে নেয়, তাহলে তাদের পণ্যে তিনি আরও শুল্ক আরোপ করবেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তারা আমাদের কাছ থেকে যতটা চার্জ করবে, আমরাও তাদের কাছ থেকে ততটা চার্জ নেব।’
শুল্কের ওপর ট্রাম্পের অতি-মনোযোগ বিশ্বব্যাপী বিনিয়োগকারী, ভোক্তা ও ব্যবসায় আস্থাকে ব্যাপকভাবে নাড়া দিয়েছে। সেই সঙ্গে মন্দার আশঙ্কাও বাড়িয়েছে। শুধু তাই নয়, শুল্ক নিয়ে বিতর্ক ঘিরে তিনি বারবার প্রতিবেশী দেশ কানাডা দখল করার হুমকি দিয়ে যাচ্ছেন। ফলে অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে।
ট্রাম্পের শুল্ক নীতির পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে কানাডা। শুধু হুঁশিয়ারিই নয়, বুধবার মার্কিন শুল্ক কার্যকর হওয়ার পরপরই দেশটি যুক্তরাষ্ট্রের ওপর ২৯ বিলিয়ন ডলারেরও বেশি পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়।
এ ব্যাপারে দেশটির অর্থমন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক বলেন, ‘আমাদের বিখ্যাত ইস্পাত ও অ্যালুমিনিয়াম শিল্পগুলোকে অন্যায্যভাবে লক্ষ্যবস্তু করা হলে আমরা চুপ করে বসে থাকব না।’
পাল্টা ব্যবস্থা নিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। ট্রাম্প প্রশাসনের ‘অযৌক্তিক’ শুল্কের জবাবে ইইউ বুধবার ২৬ বিলিয়ন ইউরো (প্রায় ২৮ বিলিয়ন ডলার) মূল্যের মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী সংস্থা ইউরোপীয় কমিশন ঘোষণা করেছে যে, আগামী মাস থেকে তারা যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ২৮ বিলিয়ন ডলার মূল্যের পাল্টা শুল্ক আরোপ করবে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ভূরাজনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তায় ভরা এই বিশ্বে আমাদের অর্থনীতিকে এমন শুল্কের বোঝা চাপানো আমাদের সাধারণ স্বার্থে নয়।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.