কাজাখাস্তানের প্রেসিডেন্ট টানা পঞ্চমবার ক্ষমতায় থাকার পর আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক গতকাল মঙ্গলবার কাজাখাস্তানের ৭৮ বছর বয়সী প্রেসিডেন্ট নুরসুলতার নাজারবায়েভ টানা পঞ্চম বার ক্ষমতায় থাকার পর আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ।  টেলিভিশনে প্রচারিত এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন প্রেসিডেন্ট নুরসুলতার নাজারবায়েভ।

আল জাজিরা জানিয়েছে, টেলিভিশন ভাষণের পর এক ডিক্রিতে স্বাক্ষর করে আগামী ৩০ মার্চ দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছেন নাজারবায়েভ। তিনি আরও জানান, নতুন নির্বাচন অনুষ্ঠানের আগে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন পার্লামেন্টের উচ্চ কক্ষের স্পিকার কাসিম-জমারত তোকায়েভ।

২০১৫ সালে পঞ্চমবারের মতো পাঁচ বছর মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন নাজারবায়েভ। নিজের পদত্যাগের ঘোষণা দেওয়ার এক মাসেরও কম সময় আগে নিজের সরকারকে বরখাস্ত করেন তিনি।

প্রচুর জ্বালানি সম্পদ থাকার পরেও দেশের অর্থনৈতিক ত্বরান্বিত না হওয়াকে কারণ দেখিয়ে ৫৩ বছর বয়সী আসকার মমিনকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেন তিনি।

১৯৮৯ সাল থেকেই তেল-সমৃদ্ধ কাজাখাস্তানের নেতৃত্ব দিয়ে আসছেন নাজারবায়েভ। তখনও সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল কাজাখাস্তান। কমিউনিস্ট পার্টির প্রধান নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন তিনি।

পরে সোভিয়েত ইউনিয়নের পতনের কয়েক সপ্তাহ আগে ১৯৯১ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।

তার পরের নির্বাচন গুলোতে বিপুলভাবে জয়ী হয়ে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

সর্বশেষ, ২০১৫ সালের নির্বাচনেও প্রায় ৯৮ শতাংশ ভোট পেয়েছেন তিনি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.