কসবায়  ৭০ কেজি গাঁজা, দুই পাচারকারী আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাচারকালে ৭০কেজি গাঁজা সহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এসময় মাদকপাচারের অভিযোগে দুইজনকে আটক করা হয়। আজ শুক্রবার ভোররাতে উপজেলার টি.আলী বাড়ির মোড়ে অভিযানে মাদকগুলো উদ্ধার সহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার উত্তর সুরমা গ্রামের ছায়েদুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (২৮) ও কসবা উপজেলার মেহারী ইউনিয়নের চৌবেপুর গ্রামের ছবির আহাম্মদের ছেলে ইকবাল হোসেন (৩৮)।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বিটিসি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার ভোররাতে উপজেলার কুটি-কসবা সড়কের পৌর এলাকার টি.আলী বাড়ির মোড়ে মাদক উদ্ধারে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২০-৬১৪৪) তল্লাশি করে ৪টি বস্তায় থাকা ৭০কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদকপাচারের অভিযোগে দুইজনকে আটক করা হয় ও জব্দ করা হয় মাদক পরিবহণ করা ট্রাকটি।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পর আটকদের আদালতে পাঠানো হয়। আদালত তাদের জেলা হাজতে প্রেরণ করে বলে জানান ওসি মালেক।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.