কসবায় ফুটপাথ উচ্ছেদ অভিযান

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায়  ফুটপাথ দখল করে রাখা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকালে এই অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।
অভিযানে কসবা পৌর শহরের পুরাতন বাজার এলাকার ফুটপাথ দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
পৌর শহরের প্রধান সড়কের পাশে বর্জ্য অপসারণের ড্রেনের উপর নির্মিত এসব স্থাপনা সরিয়ে নেয়ার জন্য দু’দিন আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেয়া হলেও এই সময়ের মধ্যে কেউ স্থাপনা সরিয়ে না নেয়ায় আজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা ও ফুটপাতের উপর বিভিন্ন স্থাপনা গড়ে একটা শ্রেনীর ব্যবসায়ী দখল করে রেখেছিলো।
এগুলো মুক্ত করা হয়েছে। স্থানীয় জনসাধারণের চলাচলের সুবিধার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। এসময় কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আতিকুর রহমান ও কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের সহ অন্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.