বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বায়েক চৌমুহনী বাজারে মোহন সর্দার মার্কেটে ইউসিবি ব্যাংকের বায়েক আউটলেট শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম ফটিকছড়ি দরবারের আলিয়া গাউছিয়া নাছের ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীল আওলাদে রাসুল (দঃ) পীরে কামেল হাফেজ ক্বারী মাওলানা সৈয়দ সাইফুল ইসলাম আল হাসানি ওয়াল হোসাইনী (মা: জি: আ:) নিজের নামে হিসাব খুলে, ফিতা কেটে ও মোনাজাতের মধ্য দিয়ে এই আউটলেট শাখার শুভ উদ্বোধন করেন।
এসময় এজেন্ট ব্যাংকিং বায়েক আউটলেট শাখার চেয়ারম্যান আবুল হাশেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কসবা ব্রাঞ্চের ম্যানেজার মো. আব্দুল্লাহ আল জুনায়েদ।
বায়েক ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনের জোনাল ম্যানেজার রাসেল মাহমুদ, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের এরিয়া ম্যানেজার মো, সোলেমান ভূইয়া, বায়েক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন প্রমুখ।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই এজেন্ট ব্যাংকের ব্যাবস্থাপনা ও পরিচালনায় রয়েছেন শরিফ ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো. শরিফ হোসাইন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.