পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই জেলে দগ্ধ হয়েছেন। রোববার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার ধোলাই মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, হারুন পাহলান ও আবুল সরদার। তাদের কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ট্রলারটি ছয় জেলে নিয়ে সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় রাতের খাবারের জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন হারুন নামের এক জেলে। এ সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হলে ট্রলারের সামনের অংশ উড়ে যায়। বিস্ফোরণের সময় পুরো এলাকায় কম্পন ধরে যায়। এতে হারুন পাহলান ও আবুল সরদার দগ্ধ হন।
মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বিটিসি নিউজকে জানান, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্ঘটনাটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পটুয়াখালী প্রতিনিধি মো. নজরুল ইসলাম নজরুল। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.