সাতক্ষীরা প্রতিনিধি: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণের আশঙ্কায় সাতক্ষীরার আন্তর্জাতিক প্রবেশদ্বার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্য সতর্কতা জোরদার করা হয়েছে। তবে উদ্বেগজনকভাবে ভারত থেকে আগত যাত্রী ও দায়িত্বশীল অনেকের মুখে মাস্ক দেখা যায়নি।
বুধবার (১১ জুন) দুপুরে সরেজামিনে গিয়ে দেখা যায়, চেকপোস্টে প্রবেশ ও প্রস্থানকারী যাত্রীদের মধ্যে অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। বিশেষ করে বেশিরভাগের মুখে মাস্ক নেই, অনেকেই সামাজিক দূরত্ব বজায় না রেখেই সারিবদ্ধ হচ্ছেন। এমনকি দায়িত্বশীল অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন। তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, তথ্য সংরক্ষণ এবং নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
ভোমরা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা তুফান মন্ডল বলেন, প্রতিদিন পাসপোর্টধারী যাত্রী আসা-যাওয়া মিলিয়ে প্রায় ৩০০ জন থাকে। আমাদের এখানে মেডিকেল টিম সব সময় কাজ করে যাচ্ছে।
স্বাস্থ্য সহকারী মনিরুজ্জামান বলেন, বুধবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ৬০ জন যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার আমরা ৮২ জনকে পরীক্ষা করেছি। পাশাপাশি যাত্রীদের নাম, পাসপোর্ট নম্বর এবং স্বাস্থ্য পরীক্ষার তথ্য সংরক্ষণ করা হচ্ছে ভবিষ্যতের জন্য।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বাড়তি সতর্কতার পাশাপাশি মাস্ক পরা, হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হলেও অনেক যাত্রী ও নিরাপত্তাকর্মীর মধ্যে সেই সচেতনতা অনুপস্থিত দেখা গেছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.