করোনা ভাইরাসে আক্রান্ত নেইমার

বিটিসি স্পোর্টস ডেস্ক: ২০২৩ সালের গ্রীষ্মে আল-হিলালে যোগ দেওয়ার পর থেকে সময়টা খুব ভালো যাচ্ছে না নেইমারের। ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে, এমনকি ২০২৪ সালের জানুয়ারিতে সান্তোসে ফিরে এলেও খুব বেশি উন্নতি হয়নি।
ব্রাজিলিয়ান সিরি আ ক্লাবটিতে ফিরে আসার পর এখন পর্যন্ত নিজের বাল্যকালের ক্লাবের হয়ে মাত্র ১২টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। ফিটনেসের অভাব ও ইনজুরির কারণে নিয়মিত মাঠে নামতে পারেননি এই তারকা ফরোয়ার্ড।
সান্তোস এখন নিশ্চিত করেছে যে, নেইমার আবারও মাঠের বাইরে যেতে বাধ্য হচ্ছেন, কারণ তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি গত বৃহস্পতিবার করোনা পরীক্ষায় পজিটিভ হন এবং তখন থেকেই আইসোলেশনে রয়েছেন।
সান্তোস একটি অফিসিয়াল বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হওয়া ভাইরাল উপসর্গের পর, সান্তোস এফসির মেডিকেল বিভাগের পরামর্শে নেইমার জুনিয়রের পরীক্ষায় কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে। উপসর্গ দেখা দেওয়ার পর থেকেই তিনি ক্লাবের কার্যক্রম থেকে দূরে রয়েছেন এবং বর্তমানে বাড়িতে বিশ্রামে আছেন ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উপসর্গভিত্তিক চিকিৎসা নিচ্ছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.