করোনাভাইরাস যুদ্ধে সুস্থ হয়ে উঠলেন আরও সাত রোগী

কলকাতা প্রতিনিধি: গত মাসেই কেরলের প্রথম ধরা পড়া তিন জন রোগীকে সুস্থ ঘোষণা করে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপর থেকে তাঁরা ভালোই আছেন বলে শোনা গিয়েছে। যদিও চিন এবং অন্যান্য কয়েকটি দেশে একবার কোভিড-১৯ সেরে গিয়ে ফের আক্রান্ত হওয়ার খবর মিলেছে, কিন্তু ভারতে এখনও সেইরকম ঘটনা ঘটেনি। তবে, সুস্থ হয়ে যাওয়ার পরও আক্রান্তদের থেকে করোনাভাইরাস ছড়ানোর হাল্কা সম্ভাবনা রয়েছে বলে, সুস্থ হয়ে ওঠা রোগীদের এখনই বড় জনসমাগমের জায়গায় যেতে নিষেধ করা হচ্ছে।

কারোর নমুনার করোনাভাইরাস পরীক্ষার ফল যদি ইতিবাচক হয়, সেই ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে তাদের হাসপাতালে বিচ্ছিন্ন ওয়ার্ডে রেখে শুশ্রুষা করা হচ্ছে। ১৪ দিন পর তাদের ফের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। যদি সেইসময় পরীক্ষায় সার্স-কোভ-২ ভাইরাস না পাওয়া যায়, তাহলে ২৪ ঘন্টা পর ফের একবার পরীক্ষা করা হয়। সেই সময়ও যদি নমুনায় করোনাভাইরাস করোনা না মেলে সেই ক্ষেত্রে তাদের সুস্থ বলে ঘোষণা করা হচ্ছে।

ভারতে নভেল করোনভাইরাস আক্রান্তের সংখ্যা ৭৩-এ পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস সংক্রমণ-কে প্যানডেমিক’ অর্থাৎ বিশ্বব্যপী মহামারী-র আখ্যা দিয়েছে। গত বৃহস্পতিবার, কোনও আশার কথা শোনাতে পারল না ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। এদিন তারা বলেছে তারা করোনাভাইরাস-এর কোষকে কে আলাদা করতে সক্ষম হয়েছে ৷ তাদের কাছে এইরকম ১১ বিচ্ছিন্ন করা কোষ রয়েছে। তবে এই ভাইরাসের টিকা তৈরি করতে এখনও দেড় থেকে দুই বছর লাগবে বলে সাফ জানিয়েছেন তারা ৷ এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম-সচিব লব আগরওয়াল জানিয়েছেন, ভারতে এখন পর্যন্ত কোভিড-১৯’এ ৭৫ জন আক্রান্ত হয়েছেন ৷ এদের মধ্যে ৫৬ জন ভারতীয় এবং ১৭ জন বিদেশি।

করোনাভাইরাস আতঙ্ক গ্রাস করেছে গোটা বিশ্বকে। শনিবার ভোরে ভারতে আরও এক কোভিড-১৯ আক্রান্তের মৃত্যুর পর ভারতেও জাঁকিয়ে বসেছে ভয়। কিন্তু, একইসঙ্গে সুখবরও রয়েছে ভারতীয়দের জন্য। করোনার বিরুদ্ধে অসম লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রক-এর পক্ষ থেকে জানানো হয়েছে ভারতে আরও সাত কোভিড-১৯ আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এর আগেই কেরলে আরও ৩ জন সুস্থ হয়ে গিয়েছিলেন। ফলে সব মিলিয়ে ভারতে ৮৩ জন আক্রান্ত হলেও মোট ১০ জন তারমধ্যে সুস্থ হয়ে গেলেন।

এদিন যে সাতজনের সুস্থ হওয়ার খবর দেওয়া হয়েছে, তারমধ্যে ৫জন উত্তরপ্রদেশের, একজন দিল্লির অপরজন রাজস্থানের। স্বাস্থ্য মন্ত্রকের এক কর্তা জানিয়েছেন, এই সাতজনের দেহেই সার্স-কোভ-২ ভাইরাস-এর উপস্থিতির প্রমাণ মিলেছিল। কিন্তু, তাঁদের সর্বশেষ পরীক্ষায় আর ওই ভাইরাস পাওয়া যায়নি। তারপর এই সাতজনকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রক-  আরও জানিয়েছেন, কারোর নমুনার করোনাভাইরাস পরীক্ষার ফল যদি ইতিবাচক হয়, সেই ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে তাদের হাসপাতালে বিচ্ছিন্ন ওয়ার্ডে রেখে শুশ্রুষা করা হচ্ছে। ১৪ দিন পর তাদের ফের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। যদি সেইসময় পরীক্ষায় সার্স-কোভ-২ ভাইরাস না পাওয়া যায়, তাহলে ২৪ ঘন্টা পর ফের একবার পরীক্ষা করা হয়। সেই সময়ও যদি নমুনায় করোনাভাইরাস করোনা না মেলে সেই ক্ষেত্রে তাদের সুস্থ বলে ঘোষণা করা হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.