করোনাকালীন রাজশাহীতে ৪,৬২৩.২৮ মে. টন খাদ্য ও নগদ ২,২৪,৫৪,০০০ টাকা বিতরণ

পিআইডি প্রতিবেদক: কোভিড-১৯ মহামারীকালীন রাজশাহী বিভাগে স্বল্প ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী তথা খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে। সরকারের পক্ষে জেলা প্রশাসন এবং জেলা ত্রাণ ও পূনবার্সন অফিস এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

রাজশাহী জেলায় ইতোমধ্যে ৪,৬২৩.২৮ মে. টন খাদ্য ও নগদ ২,২৪,৫৪,০০০ টাকা বিতরণ করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসনের নিয়মিত প্রতিবেদনে আজ সোমবার এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘন্টায় রাজশাহীতে আরো ৯ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট ১৩৪ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

প্রতিবেদনে আরো বলা হয়, বর্তমানে আক্রান্তদের মধ্যে ৯৮ জন আইসোলেশনে রয়েছেন। ইতোমধ্যে আক্রান্ত ৩৩ জন সুস্থ হয়েছেন।

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত ৩ জন মৃত্যুবরণ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। # (প্রেস বিজ্ঞপ্তি ) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.