জামালপুর প্রতিনিধি: কবি মুজাহিদ বিল্লাহ ফারুকী সভাপতি ও কবি তারিক মেহেরকে সম্পাদক করে জাতীয় কবিতা পরিষদ জামালপুর জেলা শাখার কমিটি গঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) জেনারেল হাসপাতালের প্রসাশনিক ভবন এর সভা কক্ষে কবি মাহবুব বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠিত হয়েছে।
কার্যনির্বাহী কমিটিতে সহ সভাপতি- শেখ ফজল ও রজব বকশি; যুগ্ম সাধারণ সম্পাদক- ফারজানা ইসলাম ও মিনহাজ উদ্দিন শপথ, অর্থ সম্পাদক- আব্দুল হাই আলহাদী, সাংগঠনিক সম্পাদক- মনোয়ার হুসেন মুরাদ, সহ সাংগঠনিক সম্পাদক- আরিফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক- আরিফুর রহমান, সহ প্রকাশনা সম্পাদক- হৃদয় লোহানী, প্রচার সম্পাদক- রাজন্য রুহানি, সহ প্রচার সম্পাদক- এরশাদ জাহান, এছাড়া- জয়শ্রী ঘোষ, রুবেল প্রাকৃতজন, তারিকুল ফেরদৌস, জুনাইদ খালিদ, শাহেদা ফেরদৌসী, প্রতিমা ধর, তোফায়েল হোসেন ও আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
এছাড়া, উপদেষ্টা হিসেবে ফাররোখ আহমেদ, মাহবুব বারী, ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল, আলী জহির, কায়েদ উজ জামান, মাসুম মোকাররম ও জাহাঙ্গীর সেলিম নির্বাচিত হয়েছেন।
বাচিক শিল্পী জাকিরুল হক মিন্টু ও অনন্যা সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন শাহ খায়রুল বাশার, ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল, সুলতান আদিত্য প্রমুখ।
কবিতা পরিষদের আহবায়ক কমিটি কর্তৃক প্রকাশিত জেলার সাহিত্য-সংস্কৃতির তথ্যভিত্তিক বুলেটিন-১ এর মোড়ক উন্মোচন ও বিতরণ করা হয়। একইসংগে কবি মুজাহিদ বিল্লাহ ফারুকী সম্পাদিত ভাঁজপত্র ‘বর্ণভূমি’ বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এরজামালপুর প্রতিনিধি আবু সায়েম মোহাম্মদ সা‘-আদাত উল করীম। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.