বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এবারের জলবায়ু সম্মেলন কপ-২৮ এ অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ ৮৪ হাজারের বেশি প্রতিনিধি।
এ বছরের সম্মেলনে বিশ্বের ১৯৮ দেশ ও অঞ্চলের ৮৪ হাজারের বেশি প্রতিনিধি, বিশেষজ্ঞ, সাংবাদিক ও অধিকারকর্মী যোগ দেওয়ার কথা রয়েছে। তবে নির্দিষ্ট সংখ্যা সম্মেলন শেষ হওয়ার পরে জানা যাবে।
তথ্য বলছে, ১৯৯২ সালে শুরু হওয়ার পর কপের আর কোনো সম্মেলনে এত বেশি মানুষ অংশ নেয়নি। সম্মেলন আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।
গত বছর মিশরের শার্ম আল শেখে অনুষ্ঠিত কপ-২৭ এ অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৫০ হাজার। সর্বপ্রথম ১৯৯৫ সালের কপ-১ এ অনুষ্ঠিত অংশ নেয় প্রায় ৪ হাজার মাত্র।
ইতোমধ্য সম্মেলনের তৃতীয় দিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ২২ দেশ কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি দেন। তারা বলেন, ২০৫০ সালের মধ্যে পারমাণবিক বিদ্যুতের কার্যক্রম বর্তমানের চেয়ে তিনগুণ করা হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.