ওয়ানডে দিয়েই শুরু হবে আইরিশদের বাংলাদেশ সফর

বিটিসি স্পোর্টস ডেস্ক: পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী মার্চে বাংলাদেশ সফর করবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সেই সফরের শুরুটা হবে ওয়ানডে সিরিজ দিয়ে। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এর ফলে তিন বছর পর আবারও পুরুষদের আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে যাচ্ছে সিলেট। সবশেষ সেখানে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলেছিল বাংলাদেশ দল।
খসড়া সূচি অনুযায়ী, ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৮, ২০ ও ২৩ মার্চ। এরপর চট্টগ্রামে চলে যাবে দুই দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। যা অনুষ্ঠিত হবে ২৬, ২৮ ও ৩০ মার্চ।
একমাত্র টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ৪ থেকে ৮ এপ্রিল। তবে টেস্ট ম্যাচ শুরুর তারিখ এক দিন এগিয়ে আনতে পারে বিসিবি। আগামী ১২ অথবা ১৩ মার্চ বাংলাদেশে পা রাখবে আয়ারল্যান্ড।
এদিকে আয়ারল্যান্ড সিরিজের আগে ঘরের মাঠে ইংল্যান্ডকে আতিথ্য দেবে বাংলাদেশ ক্রিকেট দল। তাই খুব একটা বিশ্রামের সুযোগ পাবেন না সাকিব-তামিমরা। ১ থেকে ১৪ মার্চ বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড দল।
একনজরে আয়ারল্যান্ডের বাংলাদেশ সফর:

#

Comments are closed, but trackbacks and pingbacks are open.