ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডকে হারিয়ে ভুলে যাওয়া স্বাদ পেল নটিংহ্যাম

বিটিসি স্পোর্টস ডেস্ক: দুই অর্ধের শুরুতেই ম্যানচেস্টার ইউনাইটেডের জালে গেল বল। প্রথম দফায় লড়াইয়ে ফিরতে পারলেও, পরেরবার আর পারল না তারা। তাদের মাঠে স্মরণীয় এক জয় পেল নটিংহ্যাম ফরেস্ট।
ওল্ড ট্র্যাফোর্ডে প্রায় ৭৪ হাজার দর্শকের সামনে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-২ গোলে জিতেছে নটিংহ্যাম।
প্রায় ৩০ বছর পর ঐতিহ্যবাহী এই মাঠে জয়ের স্বাদ পেল নটিংহ্যাম। এখানে তারা সবশেষ জিতেছিল ১৯৯৪ সালের ১৭ ডিসেম্বর, লিগ ম্যাচেই ২-১ গোলে।
নিকোলা মিলেনকোভিচ নটিংহ্যামকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান রাসমুস হয়লুন। দ্বিতীয়ার্ধে মর্গ্যান গিবস-হোয়াইট ও ক্রিস উডের গোলে সফরকারীরা ফের এগিয়ে যাওয়ার পর ব্যবধান কমান ব্রুনো ফের্নান্দেস।
নতুন কোচ হুবেন আমুরির কোচিংয়ে পরপর দুই ম্যাচে হারল ইউনাইটেড। লিগের গত রাউন্ডে আর্সেনালের মাঠে ২-০ গোলে হেরেছিল প্রতিযোগিতাটির সফলতম দলটি।
আর ১৯৯২ সালের এপ্রিলের পর প্রথমবার ইউনাইটেডের বিপক্ষে টানা দুটি লিগ ম্যাচ জিতল নটিংহ্যাম। গত ডিসেম্বরে ঘরের মাঠে তারা জিতেছিল ২-১ গোলে।
ম্যাচে ৭১ শতাংশ সময় পজেশন ধরে রেখে গোলের জন্য ১৭টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখে ইউনাইটেড। বিপরীতে ১১টি শটের মধ্যে নটিংহ্যাম লক্ষ্যে রাখতে পারে তিনটি, সবকটিই খুঁজে পায় ঠিকানা।
দ্বিতীয় মিনিটেই ওল্ড ট্র্যাফোর্ডকে স্তব্ধ করে এগিয়ে যায় নটিংহ্যাম। সতীর্থের কর্নারে কাছের পোস্টে চমৎকার হেডে বল জালে পাঠান সার্বিয়ান ডিফেন্ডার মিলেনকোভিচ। কোনো সুযোগই পাননি গোলরক্ষক আন্দ্রে ওনানা।
দারুণ এক আক্রমণ থেকে অষ্টাদশ মিনিটে সমতায় ফেরে ইউনাইটেড। মানুয়েল উগার্তের থ্রু বলে বক্সে আলেহান্দ্রো গার্নাচোর প্রচেষ্টা গোলরক্ষক এগিয়ে এসে ঠেকানোর পর আলগা বল জালে পাঠান হয়লুন।
বল দখলে অনেকটা এগিয়ে থাকা ইউনাইটেড ৪১তম মিনিটে এগিয়েও যেতে পারত। কিন্তু ফের্নান্দেসের শট ক্রসবারে লাগে।
উল্টো প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেও গোল হজম করে স্বাগতিকরা। বক্সের বাইরে থেকে গিবস-হোয়াইটের জোরাল শট ওনানার কাছ দিয়ে গেলেও, ঠেকাতে পারেননি তিনি।
৫৪তম মিনিটে হেডে স্কোরলাইন ৩-১ করেন ক্রিস উড। গিবস-হোয়াইটের ক্রসে দূরের পোস্টে হেডে গোলটি করেন তিনি। এই গোলেও ইউনাইটেডের রক্ষণের দায় ছিল যথেষ্ট।
প্রিমিয়ার লিগে উডের গোল হলো ২৫টি, প্রতিযোগিতাটিতে নটিংহ্যামের হয়ে যা সর্বোচ্চ।
৬১তম মিনিটে ব্যবধান কমায় ইউনাইটেড। বক্সে ঢুকে প্রতিপক্ষের দুজনের বাধা এড়িয়ে পাস দেন আমাদ দিয়ালো আর জোরাল শটে ঠিকানা খুঁজে নেন ফের্নান্দেস।
মরিয়া হয়ে চেষ্টা চালিয়েও বাকি সময়ে গোলের দেখা পায়নি স্বাগতিকরা।
১৫ ম্যাচে ৭ জয় ও ৪ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে নটিংহ্যাম। সমান ম্যাচে ষষ্ঠ হারের স্বাদ পাওয়া ইউনাইটেড ১৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে।
১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। সমান ম্যাচে ২৮ করে করে পয়েন্ট নিয়ে চেলসি দুইয়ে, আর্সেনাল তিনে আছে।
১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চারে আছে গত চার আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.