বিশেষ প্রতিনিধি:বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানী-ডেসকো শাখার সভাপতির দায়িত্বে ছিলেন প্রকৌশলী মোঃ আখেরুল ইসলাম। বর্তমানে তিনি পদ্মার এপারের একুশ জেলা নিয়ে গঠিত ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর নির্বাহী প্রকৌশলী (পিএন্ডডি)। একই পরিষদের ওজোপাডিকো শাখার যুগ্ম আহবায়ক প্রকৌশলী মোঃ সাইফুজ্জামান ওজোপাডিকোতে কর্মরত আছেন তত্বাধায়ক প্রকৌশলী (পিএন্ডডি) হিসেবে।
নির্বাহী প্রকৌশলী মোঃ রকিব উদ্দিন ও তত্বাধায়ক প্রকৌশলী মোঃ শহীদুল আলমও ওই পরিষদের ২০১৬ সালে গঠিত কমিটির যুগ্ম আহবায়ক। কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী-১ মোঃ আরিফুর রহমানও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সদস্য হিসেবে রয়েছেন।
এভাবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বিপ্লবি সরকার প্রতিষ্ঠা হলেও ওজোপাডিকোতে বহাল রয়েছেন কথিত ফ্যাসিবাদের দোসররা। যা নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। ওজোপাডিকোর বিএনপিপন্থী শ্রমিক সংগঠন পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে ইতোমধ্যে সংবাদ সম্মেলন করে কোম্পানীর দুর্নীতি-অনিয়মের প্রতিবাদ জানিয়েছেন।
সর্বশেষ বিদ্যুৎ উপদেষ্টা বরাবর দেওয়া লিখিত অভিযোগে পেশ করা হয়েছে সাত দফা দাবিনামা। এদিকে, ওজোপাডিকো থেকে আওয়ামী ফ্যাসিবাদ দূর করার দাবির মধ্যেই আগামীকাল (শনিবার) আহবান করা হয়েছে কোম্পানীর বোর্ড মিটিং। এমনকি ওই মিটিংয়ের আলোচসূচিতেও রাখা হয়েছে নির্বাহী পরিচালক মোঃ আখেরুল ইসলামের চাকরীর মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গটি। এ নিয়ে আরও ক্ষোভ বাড়ছে ওজোপাডিকোতে।
আওয়ামীলীগ সরকার পতনের ২৫ দিনের মাথায় গত ৩১ আগষ্ট খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পশ্চিমাঞ্চল শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে ওজোপাডিকোর দুর্নীতি ও লুটপাটের বিচার, দলবাজ ও সেচ্ছাচারী কর্মকর্তাদের অপসারণ, অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল, বৈষম্য দূরীকরণ, গ্রাহক সেবার মান উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবি জানানো হয়েছিল।
কিন্তু ওই বাস্তবায়নের কোন পদক্ষেপ না নিয়ে বরং আওয়ামী দোষরদেরই পুনর্বহালের অপচেষ্টা চলছে বলে ওজোপাডিকোজুড়ে অসস্তোষ বাড়ছে। পক্ষান্তরে ওজোপাডিকো চেয়ারম্যানের উপস্থিতিতেই শনিবার অনুষ্ঠিত হচ্ছে বোর্ড মিটিং।
খুলনায় দীর্ঘদিন পর বোর্ড মিটিং হওয়ায় উজ্জীবিত হয়েছিলেন অনেকেই। কিন্তু আলোচ্যসূচিতে বঙ্গবন্ধু প্রকৌশলী সমিতির নেতার চাকরীর মেয়াদ বৃদ্ধির বিষয়টি থাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে অনেকের মধ্যে।
যদিও ওজোপাডিকোর নির্বাহী পরিচালক (পিএন্ডডি) মোঃ আখেরুল ইসলাম বলেন, তিনি এখন কোন পরিষদের সাথে যুক্ত নেই। দু’বছর ধরে তিনি ওজোপাডিকো চাকরী করছেন। চাকরীর নিয়ম অনুযায়ী তিনি দায়িত্ব পালন করছেন এবং সরকারি নির্দেশ বাস্তবায়ন করচেন বলেও উল্লেখ করেন।
অপরদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে সাত দফা দাবিনামা পেশ করা হয়েছে। এর মধ্যে ৫ আগষ্টের আগে নির্বাহী পরিচালক পদের জন্য দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল এবং নির্বাহী পরিচালক (অর্থ) ও বিদ্যালয়ের শিক্ষক পদে পুণ:নিয়োগ প্রকাশ, অর্গানোগ্রাম সংশোধন, স্মার্ট প্রি-পেমেন্ট মিটার প্রকল্প বাতিল, ওজোপাডিকোর নিয়োগ-পদোন্নতিতে মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ বাতিল প্রভৃতি উল্লেখযোগ।
ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান বলেন, ওজোপাডিকোর বোর্ড মিটিংয়ে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বহালের যে চেষ্টা করা হচ্ছে সেটি জুলাই-আগষ্ট বিপ্লবের শহীদদের প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের সামিল। এই মুহূর্তে জনআকাংখা হচ্ছে স্বৈরাচারের দোসরদের অপসারন। কিন্তু ওজোপাডিকো হাঁটছে উল্টো পথে।
তিনি বলেন, আখেরুল ইসলাম ছাড়াও দোর্দন্ড প্রতাপশালী বঙ্গবন্ধু প্রকৌলশী পরিষদের অনেক কর্মকর্তা এখনও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে রয়েছেন মর্ডানাইজেশন অব পাওয়ার ডিষ্ট্রিবিউশন র্স্মাট গ্রীডস প্রকল্পের পরিচালক সাইফুজ্জামান, সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের চাচাতো ভাই স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রকল্প পরিচালক রকিব উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী পিএন্ডডি শহিদুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাণিজ্যিক পরিচালন শাহীন আক্তার পারভীন, সম্প্রসারন ও আপগ্রেডেশণ প্রকল্পের পরিচালক আরিফুর রহমান, বর্তমান পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী সাবেক শিক্ষা মন্ত্রীর আত্মীয় রাশেদুল ইসলাম চৌধুরীসহ বঙ্গবন্ধু প্রকৌশলী ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের অনেক কর্মকর্তা।
আগষ্ট বিপ্লবের আগে ওজোপাডিকো’র নির্বাহী পরিচালক অর্থ ও বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন ছিল উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী দাপটশালীদের তদবিরের তালিকাই শেষ পর্যন্ত বিবেচনার জন্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হলো। যেটি চব্বিশের বিপ্লবী চেতনার পরিপন্থী বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মাশরুর মুর্শেদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.