এ মাসেই বেক্সিমকোর কর্মচারীদের পাওনা পরিশোধ হবে : শ্রম উপদেষ্টা

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: রোজার আগেই বেক্সিমকোর কর্মচারীদের পাওনা পরিশোধ করা হবে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ক্যালকুলেশন করে প্রতিটি শ্রমিকের পাওনা বুঝিয়ে দেওয়া হবে। আমরা ভেবেছিলাম, বিষয়টা আজকেই ফাইনাল হয়ে যাবে কিন্তু ফাইনাল হলো না।
তবে চলতি মাসের মধ্যেই বেক্সিমকোর শ্রমিক–কর্মচারীদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর বর্তমান শ্রম পরিস্থিতি বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
শ্রম উপদেষ্টা বলেন, বেক্সিমকোর যত দেনা-পাওনা আছে, সেগুলো এই মাসে পরিশোধ করা হবে। এসব অগ্রগতি জানার জন্যই আজকের মিটিংটা হয়েছে। এটার ভালো অগ্রগতি হয়েছে। সমস্যা সমাধানে যতটুকু টাকা দরকার, সেটার ব্যবস্থা হচ্ছে। এসব নিয়ে আগামী ১৮ ফেব্রুয়ারি আমরা আবার বসব। আশা করি, তখন এটা চূড়ান্ত হবে। যার যে পাওনা রয়েছে, সেটা তাদের একাউন্টে চলে যাবে। এটা এই মাসের মধ্যেই শেষ হবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, অর্থ বিভাগ থেকে এই টাকা দেওয়া হবে নাকি শেয়ার বিক্রির মাধ্যমে টাকা দেওয়া হবে, সেটা ১৮ তারিখ জানা যাবে। আমি তাদের ১৮ তারিখ অবধি সময় দিয়েছি। তারা যা কিছু করার করে ১৮ তারিখের মধ্যে আমাকে জানাবে। তারা আমাকে জানাবে মোট এত টাকা লাগবে এবং এত টাকা আছে।
শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে শ্রম উপদেষ্টা বলেন, তারা এখনো বেক্সিককোর শ্রমিক। আমি তো বলতে পারি না ১০০ জন এখানে যাও, ৫০০ জন ওখানে যাও। তবে তারা সবাই দক্ষ শ্রমিক। আমরা কোনভাবেই এতগুলো লোককে বেকার থাকতে দিতে পারি না। তারা কেউ নতুন শ্রমিক না। সবাই দক্ষ। এর একটা ব্যবস্থা হবে। চাকরি-বাকরি হারিয়ে বাড়ি পাঠানো এই সরকারের পলিসি না।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো. আনোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.