নিজস্ব প্রতিবেদক:এসো দেশ বদলাই প্রথিবী বদলাই তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা প্রশাসন,জেলা ক্রীড়া অফিস ও রাহশাহী জেলা ক্রীড়া সংস্থার ত্রীপক্ষীয় উদ্বোগে দাবা ও বাস্কেটবল প্রতিযোগিতা শনিবার (১ ফ্রেুরুয়ারী) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের হল রুমে ও জিমনেসিয়ামে শুরু হয়েছে।
উদ্বোধনী দিনে দাবায় আরিফুল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। বাসেক্টবল বালিকা বিভাগে ঈগলেটস ক্লাব ২১-১২ পয়েন্টে উপশহর ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
দিনব্যাপী অনুষ্টিত দাবা ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার। এর আগে তিনি বলেন খেলাধুলার বিকল্প নাই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে মন ও শরীর ভালো থাকে। তাই এ প্রজন্মের তরুনদের নিয়মিত খেলাধুলা ও নিয়মিত প্রশিক্ষন গ্রহন করতে হবে। তবেই আমরা দেশ বদলিয়ে উন্নত জাতী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে মাথা উচু করে দাড়াতে পারবো।
জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদার।
এ সময় সাবেক হকি সম্পাদক মোঃ তৌফিকুর রহমান রতন, সাবেক দাবা সভাপতি শেখ মনিরুল ইসলাম আলমগীর, সাবেক দাবা সম্পাদক মোঃ কাওসার আলী ইতি, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাবেক সহ-সভাপতি মোঃ খায়রুল আলম ফরহাদসহ অন্যান্য অতিথিবৃন্দ। খেলা শেষে বিজয়ীদেও হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গৌতম কুমার সরকার।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.