এসো দেশ বদলাই পৃথিবী বদলাই তারুণ্যের উৎসব, প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: এসো দেশ বদলাই পৃথিবী বদলাই তারুণ্যের উৎসব উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থায়নে,জেলা প্রশাসন,জেলা ক্রীড়া অফিস ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার উদ্বোগে তারুণ্যের উৎসব প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
রোববার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে উদ্বোধনী দিনের খেলায় শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ ৩৭ রানে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজকে হারায়।
শিক্ষা বোর্ড মডেল টসে হেরে ব্যাট করতে নেমে ৪০ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২৮ রান। জবাবে পুলিশ লাইন্স স্কুল ২০.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে।
জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গৌতম কুমার সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ফেষ্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আফিয়া আখতার। এর আগে তিনি বলেন সকলকে নিয়ম মেনে খেলতে হবে। তবেই খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে।
বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংকের আঞ্চলিক প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মহিনুল হাসান, ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদার ও এনডিসি আশিক জামান।
এ সময় বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক নির্বাহী সদস্য মোঃ তৌফিকুর রহমান রতন সহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.