‘এসিএল’ চোটে ছিটকে যাওয়া জেসুসকে নিয়ে চিন্তিত আর্তেতা

বিটিসি স্পোর্টস ডেস্ক: স্ট্রেচারে করে যখন মাঠের বাইরে নেওয়া হয় গাব্রিয়েল জেসুসকে, তখনই মনে হচ্ছিল গুরুতর কিছু। আর্সেনাল কোচ মিকেল আর্তেতাও দিতে পারলেন না ভালো সংবাদ। বললেন, ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে নিয়ে উদ্বিগ্ন তারা।
ব্রিটিশ বিভিন্ন গণমাধ্যমের মঙ্গলবার প্রতিবেদনে বলা হয়েছে, জেসুসের সম্ভাব্য চোট অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে (এসিএল)। যে কারণে দীর্ঘ দিনের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।
এমিরেটস সেটডিয়ামে গত রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপের তৃতীয় রাউন্ডের লড়াইয়ে ঘটে এই ঘটনা। ৩৮তম মিনিটে নিজেদের ডি-বক্সের ঠিক বাইরে প্রতিপক্ষের ফের্নান্দেসকে পেছন থেকে ট্যাকল করতে গিয়ে নিজেই চোট পান জেসুস। প্রাথমিক চিকিৎসার পর স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় ২৭ বছর বয়সী ফুটবলারকে।
নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৫-৩ গোলে হেরে এফএ কাপ থেকে বিদায় নেন আর্সেনাল।
প্রিমিয়ার লিগে বুধবার টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে আর্সেনাল। আগের দিন আর্তেতার সংবাদ সম্মেলনে ওঠে জেসুসের প্রসঙ্গ। আপাতত পরীক্ষা-নিরীক্ষার চূড়ান্ত রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন তিনি।
“এখন (জেসুসের চোটের বিষয়ে) অনেক কিছু জানি আমরা। এটা মোটেও ভালো মনে হচ্ছে না। আমাদের আরও একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলতে হবে এবং আজ বিকালে আরও ভালো তথ্য পাব।”
“আজ বিকালে চূড়ান্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত আমি কিছু নিশ্চিত করে বলতে চাই না। ম্যাচের পর আমরা খুব চিন্তিত ছিলাম এবং আজও খুব উদ্বিগ্ন।”
মৌসুমের শুরু থেকে ছন্দের খোঁজে থাকা জেসুস কেবলই ফর্মে ফেরার আভাস দিচ্ছিলেন। প্রিমিয়ার লিগে নিজের প্রথম গোল করেন তিনি গত মাসে, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জোড়া গোল। ডিসেম্বরেই লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে প্যালেসের বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি।
ম্যানচেস্টার সিটির হয়ে চারটি প্রিমিয়ার লিগ জেতার পর ২০২২ সালে আর্সেনালে যোগ দেন জেসুস। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯৬ ম্যাচে ২৬ গোল করেছেন তিনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.