এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো: শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা ১৭ জানুয়ারি শুক্রবার ট্রাস্ট কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোহাম্মদ আকরাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সরোয়ার আলমগীর, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক ডা. সামিয়ুল করিম, অর্থ সম্পাদক এম মকসুদুর রহমান চৌধুরী, সদস্য সৈয়দ মোরশেদুল আমিন, সদস্য সৈয়দ সাকলাইন মাহমুদ, সদস্য জালাল উদ্দীন চৌধুরী, সদস্য রিয়াদ মোর্শেদ রিজভী।
এ সময় নবগঠিত কমিটি ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি ও অত্র প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক রাহবারে আলম হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
ম্যানেজিং ট্রাস্টি মহোদয় প্রতিষ্ঠানে আগামী দিনের করণীয় সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
পর্ষদের সভাপতি অতিতের কাজের ধারাবাহিকতা যাতে বজায় থাকে সে ক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক অর্থ সম্পাদক ফরিদ উদ্দিন মাহমুদ, সদস্য বটন কুমার দে ও নজরুল ইসলাম চৌধুরী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.