নিজস্ব প্রতিবেদক:এসএসসি ১৯৭২-২০২৪ রাজশাহী বিভাগ মেধা অন্বেশন বৃত্তি পরীক্ষার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সামাজিক সংগঠনের বৃত্তি প্রদান কমিটির আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে নগরীর কাদিরগঞ্জ এলাকায় এ পুরুস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএসসি ১৯৭২-২০২৪ রাজশাহী বিভাগ (ফেসবুক গ্রুপ) এর এডমিন খন্দকার তন্ময় আহম্মেদ।
উপস্থিত ছিলেন আকবর আলী জ্যাকি রাজশহী মহানগর সভাপতি, যুবদল আহ্বায়ক রাজীব, এডমিন ও লেডি বিউটিপার্লারের ওনার নুসরাত জাহান নিতু, বিশিষ্ট ব্যবসায়ী ও গ্রুপ এডমিন সোহেল রানা, গ্রুপ মডারেটস মিতু সরকার, বিশিষ্ট ব্যবসায়ী রয়েল রহমান।
আরো উপস্থিত ছিলেন তানিয়া, সাথী, হাালিম, সাদেক, হৃদয়, মাহী, সিতাপ ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আল ফাত্তা সামাদ, রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.