এশিয়ান গেমসে স্বর্ণ জয়ের লক্ষ্য বাংলাদেশের

বিটিসি স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসের গত আসরে রৌপ্যপদক জয় করেছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এবার চীনের হাংজুতে অনুষ্ঠেয় টুর্নামেন্টে স্বর্ণপদক জিততে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
রোববার (১৭ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশনে হাজির হন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। সেখানেই দেশ ছাড়ার আগে নিজেদের প্রত্যাশার কথা জানান প্রমীলা দলের অধিনায়ক জ্যোতি।
আগামীকাল সোমবার চীনের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। আগামী ২২ সেপ্টেম্বর প্রথম পর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। তবে সেমিফাইনাল নিশ্চিত করতে পারলে শক্তিশালী প্রতিপক্ষের মোকাবিলা করতে হবে টিম টাইগ্রেসের। গতবার রৌপ্যপদকজয়ীদের এবার লক্ষ্য আরও বড়। এবার স্বর্ণপদক জয়ের মাধ্যমে গতবারের আক্ষেপ ঘোচানোর আশা বাংলাদেশের বাঘিনীদের।
নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘ট্রফি জেতা আর মেডেল জেতার মধ্যে অনেক তফাৎ, যেটা আমি ফিল করেছি। কারণ প্রথমবার ২০১৯ এ সাউথ এশিয়ান গেমস খেলেছি। যেখানে আমরা গোল্ড মেডেল নিয়ে এসেছিলাম। আমার কাছে মনে হয়েছে ট্রফির থেকে গোল্ড মেডেলের আনন্দটা অন্যরকম। আমাদের সবার ইচ্ছে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ যে ফল। দেশকে বড় একটা এচিভমেন্ট গোল্ড নিয়ে আসার প্রত্যাশা থাকবে।’
বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘আমরা সবসময় চাই যেন খেলার ভেতর থাকি। এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ বলব নিজেদের ভালো প্রস্তুতির জন্য। সামনে যেহেতু দ্বিপক্ষীয় সিরিজ ও টুর্নামেন্ট আছে। যাদের সঙ্গে খেলব তাদের সঙ্গেই পরে খেলতে হবে। সেজন্য আমাদের প্রস্তুতির জন্য বড় একটা সুযোগ এই এশিয়ান গেমস।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘আমরা যেহেতু আগের দুটো ইভেন্টে সিলভার পেয়েছিলাম। এবার আমাদের লক্ষ্য আরও ভালো করা। আমাদের অধিনায়ক ও দলের সঙ্গে যারা কাজ করেছে তারা সবাই খুশি। আশা করছি যে প্রস্তুতি হয়েছে তাতে আমরা আগে যে ফল করেছি, এবার ইনশাআল্লাহ তার চেয়ে ভালো করব।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.