বিটিসি স্পোর্টস ডেস্ক: পেনাল্টি থেকে বল জালে পাঠানোর আট মিনিট পর আরেকটি গোল করলেন কিলিয়ান এমবাপে। প্রথমটিতে একটি রেকর্ড স্পর্শ করার পর দ্বিতীয় গোলে তিনি উঠে গেলেন নতুন চূড়ায়। রেয়াল মাদ্রিদে অভিষেক মৌসুমে সবচেয়ে বেশি গোলের ইতিহাস গড়লেন ফরাসি তারকা।
লা লিগায় রোববার বার্সেলোনার মাঠে ম্যাচের প্রথম ১৪ মিনিটের মধ্যে দুই গোল করে এই কীর্তি গড়েন এমবাপে।
তিন দশকের বেশি সময় ধরে রেকর্ডটি ছিল চিলির কিংবদন্তি ইবান সামোরানোর। রেয়ালের জার্সিতে শুরুর মৌসুমে (১৯৯২-৯৩) এই স্ট্রাইকার ৩৭ গোল করেছিলেন ৪৫ ম্যাচে।
ক্লাসিকোয় পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সামোরানোর পাশে বসেন এমবাপে। চতুর্দশ মিনিটে ভিনিসিউসের থ্রু বল ধরে ডান পায়ের শটে নিজের দ্বিতীয় গোলে নতুন রেকর্ড গড়েন তিনি।
দ্বিতীয়ার্ধে তিনি হ্যাটট্রিক পূর্ণ করে রেকর্ডটা সমৃদ্ধ করলেও, ৪-৩ গোলে হেরে যায় রেয়াল মাদ্রিদ।
ইউরোপের সফলতম ক্লাবটিতে নিজের প্রথম মৌসুমে বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ড ৩৯ গোল করলেন ৫৩ ম্যাচে।
রবের্ত লেভানদোভস্কিকে (২৫) ছাড়িয়ে এবারের লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠলেন ২৬ বছর বয়সী এমবাপে (২৭)। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.