এবার সশস্ত্র বাহিনীর চিকিৎসা প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সশস্ত্র বাহিনীর চিকিৎসা ব্যবস্থার প্রধানকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার দিবাগত রাতে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন। সামরিক চিকিৎসা ব্যবস্থায় গুরুতর পরিবর্তন চেয়ে এই বরখাস্তের নির্দেশ দেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, প্রতিরক্ষামন্ত্রী উমেরভের সঙ্গে আজকের বৈঠকে অগ্রাধিকারগুলো নির্ধারণ করা হয়েছে। ফলাফলের জন্য অপেক্ষার আর সময় নেই। পরিবর্তনের জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে।
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সামরিক চিকিৎসাব্যবস্থার প্রধানকে বরখাস্তের ঘোষণা দেন জেলেনস্কি। ২০ মাসের বেশি সময় চলমান যুদ্ধ পরিচালনা এবং পূর্ব ও দক্ষিণে পাল্টা আক্রমণের গতি নিয়ে বিতর্কের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জেলেনস্কি বলেছেন, আর্মড ফোর্সেস মেডিকেল ফোর্সের কমান্ডারের দায়িত্ব থেকে মেজর জেনারেল তেতিয়ানা ওস্তাশচেঙ্কোকে অব্যাহতি দেওয়া হয়েছে।
টেলিগ্রামে এক বার্তায় বরখাস্তের বিষয়টি স্বীকার করেছেন ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী।
ওস্তাশচেঙ্কোর স্থলাভিষিক্ত হবেন কিয়েভের একটি সামরিক ক্লিনিকের প্রধান মেজর জেনারেল আনাতোলি কাজমিরচুক।
এর আগে ইউক্রেনের স্পেশাল ফোর্সের কমান্ডারকেও বরখাস্ত করেছিলেন জেলেনস্কি। নভেম্বরের শুরুতে সেরহি লুপানচুককে এই বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বরখাস্ত হওয়া প্রধান ভিক্টোর হরেনকো ২০২২ সালে জুলাই মাস থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে গোয়েন্দা অধিদফতরের আওতায় বিশেষ কাজগুলো পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
ওই সময় হরেনকো ইউক্রেনীয় এক সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘আমি এই পরিবর্তনের কারণ সম্পর্কে কিছুই জানি না। আমি সংবাদমাধ্যম থেকে এ বিষয়ে জেনেছি। কমান্ডার ইন চিফ ভ্যালেরি জালুঝনির সঙ্গেও কথা বলেছি আমি। তিনিও এ বিষয়ে তেমন কিছু জানেন না। আমি আসলেই জানি না কী হচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.