কলকাতা (ভারত) প্রতিনিধি: সরকারি পেনশন নিতে গিয়ে প্রতি ফি-বছর নভেম্বর মাসে লাইফ সার্টিফিকেট ট্রজারী বা সংশ্লিষ্ট ব্যাঙ্ক মারফত জমা করতে হতো। ফলে ফি-বছর নভেম্বর মাস আসলেই পেনশন প্রাপকেরা হয়রানির হবার আতঙ্কে শক সিনড্রোমে থাকতেন। কি ভাবে লাইফ সার্টিফিকেট জমা দেবেন সেই আতঙ্কে।
অনেক সময় সার্টিফিকেট জমা দিতে গিয়ে বয়স্কদের আঙুলের ছাপ ইত্যাদির গড়মিল হতো। ফলে অনেক পেনশন ভোগীই অযথা হয়রানির শিকার হতেন।
সরকার এই ব্যবস্থার পরিবর্তন এনে ঘরে বসেই ডিজিটাল সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থা করেছে। গতকাল পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের দেওয়া এক নির্দেশে এমনই বলা হয়েছে।
এখন থেকে প্রত্যেক সমস্ত ধরনের পেনশন প্রাপকেরা স্মার্ট ফোন মারফত সমস্ত তথ্য ও ছবি সহ ফেস আইডেন্টিটি ডিজিটালি জমা করতে পারবেন।
অর্থ দফতরের আইএফএমএস-পোর্টালে তা বিস্তারিত বলা আছে। আধার ফেস আর ডি এবং জীবন প্রমাণ ফেস অ্যাপ্লিকেশন নামে দুটি অ্যাপ ডাউনলোড করতে হবে। ফোনের ক্যামেরা অন্তত ৫ মেগাপিক্সেল ও কমপক্ষে ৪জিবি র্যাম সহ ৬৪ জিবি স্টোরেজ রয়েছে এরকম স্মার্ট ফোনে এই কাজ করা যাবে।
অর্থ দফতরের এই সিদ্ধান্তকে পেনশন প্রাপকেরা দু-হাত তুলে স্বাগত জানিয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.