বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপিন্সের পর এবার ইন্দোনেশিয়াতেও শক্তিশালী ভূমিকম্পের আঘাত। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যার পর ইন্দোনেশিয়ার কেপুলাওয়ান বাবর অঞ্চলে আঘাত হেনেছে এই ভূমিকম্প। এটার মাত্রা ছিল ৫ দশমিক ৮। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার সারাদিন কয়েক দফায় বেশ কয়েকটি দেশে ভূমিকম্প হয়েছে। সকাল ৯টা ৩৬ মিনিটে একটি ভূমিকম্প আঘাতে হানে বাংলাদেশে।
রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্প অনুভূত হয় ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যেও। এতে বেশ কয়েকজন আহত হলেও তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
এর কয়েক ঘণ্টা পর এদিন সন্ধ্যায় ফিলিপিন্সে আঘাত হানে একটি শক্তিশালী ভূমিকম্প। এটি গত ১৫ দিনের মধ্যে দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্প। ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে দেশটির মিন্দানাও অঞ্চলে। ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইউএমএসসি) বলেছে, ভূমিকম্পটির গভীরতা ৬৩ কিলোমিটার। তবে এতে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বলেছে, ভূমিকম্পের কারণে সুনামি সৃষ্টি হতে পারে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.