ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাচন কমিশন অফিসার সহ কর্মচারীরা।
বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে জাতীয় পরিচয় পত্র পরিসেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূট পরিকল্পনার বিরুদ্ধে উপজেলা পরিষদ চত্তরে বৃহস্পতিবার ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলা নির্বাচন কর্মকর্তা জামান হোসেন চৌধূরী বলেন, “ভোটার তালিকার ডাটাবেজ হতে জাতীয় পরিচয় পত্রের উৎপত্তি। গত ১৭ বছর ধরে নির্বাচন কমিশন ভোটার তালিকার পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম সাফল্যের সাথে সম্পন্ন করে আসছে। জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের কাছে সন্তানের মত। এটা আমাদের নিজস্ব সম্পদ।
কিন্ত সম্প্রতি একটি চক্র জাতীয় পরিচয়পত্রের কার্যক্রমকে আলাদা একটি কমিশন গঠন করে সেখানে হস্তান্তরের পায়তারা করছে।
জাতীয় পরিচয়পত্র কার্যক্রম বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবীতে আমরা “ষ্টান্ড ফর এনআইডি” কর্মবিরতি কর্মসূচী পালন করছি। আমরা আশা করছি সরকার আমাদের দাবীর সাথে একমত থাকবে।”
Comments are closed, but trackbacks and pingbacks are open.