বিটিসি স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিয়ে কত জল্পনা-কল্পনা! একদিকে লিভারপুলের একচ্ছত্র আধিপত্য, অন্যদিকে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির হার না মানা লড়াই। কে শেষ পর্যন্ত এগিয়ে যাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে ভক্তদের বেশি সময় অপেক্ষা করতে হয়নি।
সবকিছু যেন এক রাতেই পরিষ্কার হয়ে গেছে। গত পরশু রাতে পৃথক ম্যাচে লিভারপুল ও আর্সেনাল হেরে ম্যানসিটির বুকের ওপর থেকে যেন পাথর নামিয়ে দিয়েছে। ৬ ম্যাচ হাতে থাকতেই পেপ গার্দিওলার শিষ্যরা টানা চতুর্থ শিরোপার স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে।
বর্তমানে টেবিলের শীর্ষে রয়েছে সিটিজেনরা। ৩২ ম্যাচ শেষে ৭৩ পয়েন্ট নিয়ে সিটিজেনরা অপেক্ষা করছে বাকি ম্যাচগুলোর। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে আর্সেনালের ও লিভারপুলের পয়েন্ট ৭১। গোল ব্যবধানে পিছিয়ে তিনে রয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।
১-০ গোলে হেরে তীরে এসেও তরী ডুবিয়েছে লিভারপুল। আর অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলে হেরে রেস থেকে অনেকটাই ছিটকে গেছে মিকেল আরতেতার দলও। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.