এক যুগের বেশি সময় পরে নাটোর-নওগাঁ-আঞ্চলিক মহাসড়কের অসমাপ্ত কাজ শুরু
নাটোর প্রতিনিধি: অবশেষে এক যুগের বেশি সময় পর নাটোর- আত্রাই – রাণীনগর -নওগাঁ-অ লিক মহাসড়কের অসমাপ্ত কাজ শুরু হয়েছে। জোরেসোরেই চলছে সড়কের বিভিন্ন স্থানে ব্রিজ ওকালভার্ট নির্মাণের কাজ। আবার কোথাও চলছে মাটি ভরাটের কাজ। প্রকল্পটি শেষ হলে ঢাকা সঙ্গে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার। কয়েকটি জেলার মানুষ নাটোর হয়ে ৩-৪ ঘন্টায় ঢাকায় যেতে পারবে। এছাড়া নাটোর , নওগাঁ , জয়পুরহাট, দিনাজপুর উত্তরের কয়েকটি জেলার মানুষ যুক্ত হবে উন্নয়নের মহাসড়কে। ফলে উত্তরের মানুষের জীবনমানের উন্নতির পাশাপাশি কৃষকরা তাদের ফসলের ন্যায্যমূল্য পাবে ।
জানা যায়, গত ২০০৪ সালে চারদলীয় জোট সরকারের সাবেক মন্ত্রী ও নাটোর সদর আসনের সাবেক সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু রাজধানী ঢাকার সাথে উত্তরের অবহেলিত চারটি জেলার লোকজনের জীবনমান উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যে ব্যাপক প্রসার ঘটানোর লক্ষে নটোর- আত্রাই – রাণীনগর নওগাঁ আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। চারদলীয় জোট সরকারের আমলে মাটি ভরাট এবং বেশ কয়েকটি কালভার্ট ও ব্রীজ নির্মাণ করা হয় । পরবর্তীতে সরকার পরিবর্তনের সাথে সাথে প্রকল্পটি মুখ থুবড়ে পরে যায় । অদৃশ্য কারণে বন্ধ হয়ে যায় এই বৃহৎ প্রকল্পের কাজটি । পরে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর অসমাপ্ত রাস্তাটির কাজ সমাপ্ত করতে আত্রাই ও রানীনগরের সংসদ সদস্য ইসরাফিল আলম ও নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সংসদে অনেকবার বার দাবি মহাসড়কটির কাজ সমাপ্ত করার ব্যাপারে উপস্থাপন করেন। ফলে গত ২০১৬-২০১৭ অর্থ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার নিয়মিত বৈঠকে অসমাপ্ত কাজের সমাপ্তকরন প্রকল্প অনুমোদন প্রদান করেন এবং নাটোর- নওগাঁ মহাসড়কের ৫১ কিলোমিটার রাস্তার মধ্যে ২৫.৫ কিলোমিটার রাস্তার কাজ স¤পন্ন করার জন্য ২ শত ১ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। এই বরাদ্দের আলোকে গত জুন মাসে টেন্ডার আহবান করা হয়।
সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন , প্রকল্পটি শেষ হলে এলাকার উন্নয়নের সাথে আঞ্চলিক মহাসড়কটি এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হবে। এই অঞ্চলের কৃষকেরা ফসলের ন্যায্য মূল্য পাবে । কৃষিভিত্তিক নতুন নতুন কলকারখানা স্থাপিত হবে ফলে ব্যাপকভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি হবে । পাল্টে যাবে এই জনপদের মানুষের জীবনমান। কম সময়ে ঢাকায় যেতে পারবে ।
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম বলেন, বিগত জোট সরকারের সময় কাজ না করেই অর্থ লোপাট করার কারণে বন্ধ হয়ে যায় এই মহাসড়কটির কাজ। আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে মহান জাতীয় সংসদে বিষয়টি ১৪বার উপস্থাপন
করেছি। কারণ এই মহাসড়কটি এই জনপদের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবী ছিলো। অনেক চেষ্টার পরে অবশেষে দীর্ঘ প্রায় ১৪ বছর পর শুরু হয়েছে এই সড়কটির অসমাপ্ত কাজের। আমি আশা রাখি অতিদ্রুত এই কাজ শেষ হবে এবং এই জনপদের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপান্তর হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি মোঃ নাসিম উদ্দীন নাসিম।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.