একের পর এক ছবি থেকে কেন বাদ পড়ছেন দীপিকা

বিটিসি বিনোদন ডেস্ক: দীপিকা পাড্ডুকোন। হিন্দি সিনেমা বলিউডের দাপুটে অভিনেত্রী। তবে সম্প্রতি একের পর এক সিনেমা থেকে তাকে বাদ দিচ্ছেন পরিচালকরা। দীর্ঘদিন ধরে বলিউড কাঁপানো এই অভিনেত্রীর কী হলো যে পরিচালকরা তার সঙ্গে কাজ করতে চান না?
কিছুদিন আগেই ন্দীপ রেড্ডি ভঙ্গার আগামী ছবি ‘স্পিরিট’ থেকে বাদ পড়েছেন দীপিকা।
এবার ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাল, বলিউডের আরেক প্রথম সারির পরিচালক নাগা অশ্বিনও নাকি দীপিকার ওপর নাখোশ হয়েছেন। কল্কি’ ছবির সিক্যুয়েল থেকেও নাকি বাদ পড়তে চলেছেন এই অভিনেত্রী।
গত বছরের শেষের ভাগেই মা হয়েছেন দীপিকা। মেয়ের দায়িত্ব পালন করার পাশাপাশি এবার কাজেও মন দিতে চাচ্ছেন তিনি। তবে পরিচালকদের সঙ্গে বুনছেন না রনবীর সিং পত্নীর।
এক সময়ে পরিশ্রম করার মানসিকতার জন্য প্রশংসা পাওয়া দীপিকাকে নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, পেশাজীবন এবং ব্যক্তিজীবনে ভারসাম্য রাখতে চেয়ে আট ঘণ্টার বেশি নাকি কাজ করতে নারাজ তিনি।
জানা গেছে, মেয়ের জন্মের পর পেশার মতোই বেশ সময় দিয়ে মেয়েকে বড় করতে চান দীপিকা। তাছাড়া এটাও শোনা গেছে, সন্দীপের কাছে মোটা অঙ্কের পারিশ্রমিক দাবি করেছেন তিনি। এছাড়া ছবির লভ্যাংশের কিছুটাও দাবি তার।
বিষয়টি ভালো লাগেনি সন্দ্বীপের। পরে তার জায়গায় তিনি বেছে নেন তৃপ্তি দিমরিকে। এবার নাগা অশ্বিনের সঙ্গেও একই ঘটনা ঘটতে পারে বলে আভাস ভারতীয় গণমাধ্যমগুলোর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.