একুশের চেতনা নিয়ে গণতন্ত্র ফেরাতে হবে : রিজভী

ঢাকা প্রতিনিধি: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার একটি একচ্ছত্র রাজকীয় শাসন চালু করেছে। বিএনপিসহ সমমনা দলগুলোর যে এক দফা আন্দোলন করছে, সেই আন্দোলনের অন্তর্নিহিত শক্তি হলো একুশের চেতনা। সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতাকে বিজয়ী করতে হবে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আজিমপুরে ভাষা শহীদদের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘আমরা আজ গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার হারা। দেশের জনগণ ভোট দিতে পারে না। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভোটাধিকার দাবি করে আসছে। স্বাধীনতার এতো বছর পরও কেন এই দাবি করতে হচ্ছে? কারণ, যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মাতৃভাষার অধিকার হরণ করেছিল, একইভাবে একই কায়দায় আমাদের বাহিনী জনগণের মতপ্রকাশের স্বাধীনতাসহ সব মৌলিক অধিকার হরণ করছে।’
পরে নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, ‘ফ্যাসিবাদী সরকার নিপীড়ন-নির্যাতন করে ২৫ হাজার নেতাকর্মীকে অসংখ্য মামলায় কারাগারে বন্দি করে। কিন্তু আজ যখন তারা বেরিয়ে আসছেন, উদ্বুদ্ধ হচ্ছেন নতুন শ্লোগানে, নতুন আন্দোলনে।’
রিজভী বলেন, ‘আমাদের এক দফার আন্দোলন থামেনি, আন্দোলন চলছে। আমাদের যে লক্ষ্য, সেটি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমরা এক দফার আন্দোলনের অটুট আছি, থাকবো।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: মাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.