বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার দারুণ সব অভিজ্ঞতা যেমন ছিল, তেমনই ছিল অন্ধকার কিছু অধ্যায়ও। নাম না তুলে এক পরিচালক সম্পর্কে সুরভীন বলেন, মিটিং ছিল এক পরিচালকের অফিসে। আলাপ-আলোচনার পর, উনি আমাকে গেট অবধি এগিয়ে দেন। কথাবার্তা চলছিল স্বাভাবিকভাবেই— আমি কী করছি, আমার স্বামী কী করেন ইত্যাদি। কিন্তু দরজা খুলতেই হঠাৎ তিনি আমার দিকে ঝুঁকে পড়েন— আমাকে চুমু খেতে যান! আমি সঙ্গে সঙ্গে তাকে ঠেলে সরিয়ে দিই।
তারপর আর কোনও কথা না বলে সেখান থেকে সোজা হাঁটা দিয়েছিলাম। আমার ওইমুহুর্তে ওটাই তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল, ‘এসব কীভাবে করছো তুমি!’
তবে এখানেই শেষ নয়। আরও একটি ঘটনার কথাও জানান এই অভিনেত্রী। সুরভীনের দাবি, এক জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সরাসরি না বললেও, এক ব্যক্তির মাধ্যমে তাকে ‘সময় কাটানোর’ প্রস্তাব পাঠিয়েছিলেন! ভাষাগত সমস্যার কারণে পরিচালক নিজের কথা বলতে না পারলেও, ‘কোডেড ল্যাঙ্গুয়েজে’ তার বার্তা বুঝিয়ে দেওয়া হয়েছিল।
সুরভীনকে শেষ দেখা গিয়েছিল ‘রাণা নাইডু’, ‘ডিকাপলড’ এবং ‘স্যাক্রেড গেমস’-এ। আর এখন ওটিটিতে স্ট্রিম করছে তার নতুন ওয়েব শো ‘ক্রিমিনাল জাস্টিস সিজন ৪’। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.