উষ্ণতা ছড়ালেন ঋদ্ধিমা

বিটিসি বিনোদন ডেস্ক: এ সময় হটাৎ করেই দেখা যাচ্ছে টলিউড স্টাররা সমুদ্র সৈকত, পাহাড়ে পাড়ি দিচ্ছেন। তেমনই থাইল্যান্ডে ঘুরতে গেছেন ঋদ্ধিমা। স্বামী-সন্তান নিয়ে ঋদ্ধিমাকে থাইল্যান্ডের রিসোর্টে পুলের ধারে বসে থাকতে দেখা গেছে।
ঘুরতে যাওয়া একটি ছবি ঋদ্ধিমা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। সেখানে দেখা যায় লাল রঙের মনোকিনি, তার ওপরে সাদা রঙের শার্ট। সেই শার্ট খুলে পড়তেই দেখা গেল খোলা পিঠ। ছবিটি শেয়ার হতেই নেট দুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে।
তপ্ত গরমেই ঋদ্ধিমার এই ছবি পারদ চড়িয়ে দিয়েছে। খোলা চুলে একেবারেই নো মেকআপ লুকস। পোজ দিয়েছেন ক্যামেরায়। পুলের ধারে বসে গরম উপভোগ করছেন ঋদ্ধিমা। লাল মনোকিনিতে অসম্ভব সুন্দর লাগছে।
ছবির ক্যাপশনে আবার লিখেছেন, ‘শ্বাস নিলেই সেটাকে বেঁচে থাকা বলে না, আনন্দের মুহূর্তগুলোকে নিয়ে বেঁচে থাকা বলে। আর আমি আনন্দে থাকি ঘুরতে গিয়ে।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.