উল্লাপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান মুক্তি ঢাকায় গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা মির্জা মুক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
র‍্যাব সদস্যরা শনিবার রাতে রাজধানী ঢাকার মিরপুরের বাসা থেকে তাকে আটক করে পল্লবী থানায় সোপর্দ করে।
ঢাকার পল্লবী থানার অফিসার্স ইনচার্জ মোঃ নজরুল ইসলাম রোববার সকালে সেলিনা মির্জা মুক্তির আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে।  
সেলিনা মির্জা মুক্তি ’৭১ এর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও উত্তরবঙ্গের সর্ববৃহৎ যুব কমান্ড পলাশ ডাঙ্গা যুব শিবিরের পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার মেয়ে। তিনি ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি বিপুল ভোটে জয় লাভ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মো: সুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.