উপ-নির্বাচন ‘অপূর্ণাঙ্গ নির্বাচন’ : মাহবুব তালুকদার
ঢাকা প্রতিনিধি: আজ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনকে ‘অপূর্ণাঙ্গ নির্বাচন’।
তিনি বলেন, প্রধান বিরোধী দলগুলোর অংশ না নেওয়ায় এই নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন নয়।তিনি বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তাতে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে উৎসাহ দেখা যায় না।
তিনি আরো বলেন, এই নির্বাচন পাঁচ বছর পর পর হবে। তবে এখন যারা নির্বাচিত হবেন তারা মাত্র এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। এই জন্যই আমি এটা অপূর্ণাঙ্গ নির্বাচন বলছি।
মাহবুব তালুকদার বলেন, রাজনৈতিক পরিচয়ে মেয়র পদে নির্বাচন হচ্ছে। কিন্তু প্রধান বিরোধী দলগুলো এতে অংশগ্রহণ না করায় এটি অংশগ্রহণমূলক নির্বাচন নয়।
তিনি বলেন, আমি মগবাজারস্থ ইস্পাহানি স্কুল ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। কিন্তু সেখানে সরকারদলীয় মেয়র পদের পোলিং এজেন্ট ছাড়া আর কোনো প্রার্থীর পোলিং এজেন্ট ছিল না। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ওই স্কুলের ৫টি ভোটকেন্দ্রে মাত্র ৩৮৫ জন ভোট দিয়েছেন। ৫টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৪১৩ জন।
মাহবুব তালুকদার বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও আইনগত হতে হবে। কোনো প্রকার পক্ষপাতিত্ব বা শিথিলতা সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটারদের আসা যাওয়ার পথে পূর্ণ নিরাপত্তা দেবে। ভোটারগণ নিজেদের ইচ্ছা অনুযায়ী ভোট দেবেন। রাজনৈতিক অবস্থা যাই হোক না কেন নির্বাচনী ব্যবস্থা যেন তাতে প্রভাবান্বিত না করে এটাই প্রত্যাশা।
উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে ভোটগ্রহণের পাশাপাশি উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.