বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার ও পৌর মেয়র ফকরুজ্জামান মতিনকে অপসারণ করায় জামালপুরের বকশীগঞ্জে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।
দুপুরে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আনন্দ মিছিল বের করেন কয়েকশ মানুষ। মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সমাবেশে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মোতালেব হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেল, প্রভাষক রোকনুজ্জামান রুকন, ইউপি সদস্য মানিক খান, সাবেক যুবদল নেতা কাজী মিজান, আনিছুজ্জামান প্রমুখ।
বক্তারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রকে অপসারণ করায় ড. ইউনুস এর নেতৃত্বাধীন সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.