উদ্বোধনের আগেই বিহারে ভেঙে পড়ল সেতু
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিহার রাজ্যের আরারিয়ায় মঙ্গলবার একটি নির্মীয়মাণ সেতুর একাংশ ধসে পড়েছে। বাকরা নদীর ওপর কোটি কোটি টাকা খরচ করে নির্মিত কংক্রিটের সেতুটি কয়েক সেকেন্ডে ভেঙে পড়ে।
ছবি ও ভিডিওতে সেতুটি দ্রুত প্রবাহিত নদীর ওপর ভেঙে পড়ার মুহূর্ত দেখা যায়।
ভেঙে পড়ার আগে সেতুটি এক দিকে কাত হয়ে ছিল। এ সময় সেতুটির কাছে তীরে জড়ো হওয়া মানুষের ভিড় দেখা যায়। ধসে পড়া অংশ কয়েক সেকেন্ডের মধ্যেই ভেসে যায় এবং লোকজন নিরাপদ দূরত্বে ছুটতে থাকে।
অন্য একটি ভিডিওতে দেখা যায়, সেতুর অবশিষ্ট অংশের ধারেকাছে বিপজ্জনকভাবে কয়েকজন দাঁড়িয়ে আছেন।
পাশাপাশি এর নিচেও অনেক মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এ দুর্ঘটনায় কেউ আহত হয়নি বলে গণমাধ্যমটি জানিয়েছে। ধসে পড়া অংশের একটি বড় অংশ নদীর ওপর নির্মিত হয়েছিল। বাকরা নদীর তীরে নির্মিত অংশটি অক্ষত রয়েছে।
বিহারের আরারিয়া জেলার কুরসাকান্ত ও সিকতির মধ্যে যাতায়াত সহজ করার জন্য সেতুটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু ১২ কোটি ভারতীয় রুপি ব্যয়ে নির্মিত সেতুটি উদ্বোধনের আগেই ভেঙে পড়ে।
সিকতির বিধায়ক বিজয় কুমার এএনআইকে বলেন, ‘নির্মাণ সংস্থার মালিকের অবহেলার কারণে সেতুটি ভেঙে পড়েছে। আমরা প্রশাসনের তদন্ত দাবি করছি।’
এর আগে এই বছরের মার্চে বিহারের সুপলে একটি নির্মীয়মাণ সেতু ধসে একজন নিহত এবং কয়েকজন আটকা পড়েছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.