‘উদার হাতে বিনিয়োগ করতে চান মার্কিন ব্যবসায়ীরা’

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে উদার হাতে বিনিয়োগ করতে চান বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বুধবার (৩০ আগস্ট) মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
নসরুল হামিদ বলেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশে উদার হাতে বিনিয়োগ করতে চান তারা। এ সরকারের ওপর আস্থাশীল বলেই তারা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চান।
তিনি বলেন, পায়রায় আরেকটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে মার্কিন কোম্পানি এক্সিলারেটরের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে জ্বালানি বিভাগ। এ ছাড়া গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে এক্সন মবিলসহ আরও একটি মার্কিন কোম্পানি আগ্রহ দেখাচ্ছে।
ইতোমধ্যে গভীর সমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধানে আগ্রহ দেখিয়ে দুই দফায় প্রস্তাব পাঠিয়েছে মার্কিন কোম্পানি এক্সন মবিল। গত মার্চে প্রথম দফায় পেট্রোবাংলার কাছে প্রস্তাব পাঠায় তারা। সরকারের উচ্চপর্যায়ে এ নিয়ে আলোচনা হয় ও বিষয়টি নিয়ে সামনে অগ্রসর হওয়ার ব্যাপারে নীতিগত সম্মতি নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত জুলাইয়ে আরও একটি প্রস্তাব জ্বালানি মন্ত্রণালয়ে পাঠায় এক্সন মবিল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.