উদযাপন করতে গিয়ে বিপত্তি, নয়ারকে নিয়ে শঙ্কায় বায়ার্ন

বিটিসি স্পোর্টস ডেস্ক: নিশ্চিতভাবেই একে বলে ‘হরিষে বিষাদ।’ গোল উদযাপন করতে গিয়ে একটু বেশিই রোমাঞ্চ হয়তো পেয়ে বসেছিল মানুয়েল নয়ারকে। মুহূর্তের জন্য হারিয়ে ফেলেন যেন নিজেকে। গোলমাল বাধল তাতেই। গোলের আনন্দ মুহূর্তেই রূপ নিল চোটের বেদনায়!
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দলে গোল উদযাপন করতে গিয়ে এভাবেই চোটে পড়েন নয়ার। মাঠ ছেড়ে যেতে হয় তাকে। অভিজ্ঞ গোলকিপারকে এখন পরের লেগে পাওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তায় আছে বায়ার্ন মিউনিখ।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচটিতে ঘরের মাঠে বায়ার্ন ৩-০ গোলে উড়িয়ে দেয় বায়ার লেভারকুজেনকে। নবম মিনিটে হেড থেকে দলকে এগিয়ে দেওয়া হ্যারি কেইন আরেকটি গোল করেন পেনাল্টি থেকে ৭৫তম মিনিটে। ইংলিশ ফরোয়ার্ডের দুই গোলের মাঝে ৫৪তম মিনিটে গোল করেন জামাল মুসিয়ালা।
এই গোল উদযাপনেই একটু বাঁধনহারা হয়ে গিয়েছিলেন নয়ার। পা ধরে বসে পড়েন ৩৮ বছর বয়সী গোলকিপার। মাঠে কিছুক্ষণ চিকিৎসা দেওয়া হলেও আর খেলা চালিয়ে যেতে পারেননি। তাকে তুলে নেওয়া হয়। বদলি হিসেবে মাঠে নেমে বার্য়ানের জার্সিতে অভিষেকের স্বাদ পান ২১ বছর বয়সী গোলকিপার ইয়োনাস উরব্রিগ।
ম্যাচের পর বায়ার্নের কোচ ভিনসেন্ট কম্পানি বলেন, নয়ারের চোট নিয়ে আপাতত পর্যবেক্ষণ করবেন তারা।
“এই মুহূর্তে মানুয়েলকে নিয়ে কোনো খবর জানানোর মতো কিছু আমার কাছে নেই। তবে এটা সত্যি যে, গোল উদযাপনের সময় চোট বাধিয়েছে সে। মনে হচ্ছে কাফ মাসলে লেগেছে। আরও ভালো করে দেখতে হবে।”
প্রথম লেগের বড় জয়ে কোয়ার্টার-ফাইনালে এক পা দিয়ে রাখলেও এখনই স্বস্তির কিছু দেখছেন না বায়ার্ন কোচ।
“আমরা স্রেফ অর্ধেক পথ পেরিয়েছি। এই ম্যাচের নয়, এই লড়াইয়ের অর্ধেক। বাকি অর্ধেকে আমাদের পাড়ি জমাতে হবে লেভারকুজেনে। সেখানেও একইভাবে এগোতে হবে আমাদের।” #

Comments are closed, but trackbacks and pingbacks are open.