উত্তেজনার মধ্যে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করলো ইরান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনার মধ্যেই দুটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে ইরান। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় নির্মিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থা আর্মান এবং স্বল্প উচ্চতার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আজরাখশ শনিবার সকালে উন্মোচন করা হয়।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেন, আর্মান ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ১৮০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু চিহ্নিত করতে পারে এবং ১২০ কিলোমিটার দূরের তাদের লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে। পাশাপাশি এটি একযোগে ছয়টি লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। 
অন্যদিকে আজরাখশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একাধিক ধরনের গাড়ির ওপর স্থাপন করা সম্ভব। লক্ষ্য শনাক্ত ও ট্র্যাক করতে এটি রাডার, ইলেক্ট্রো-অপটিক্যাল ও থার্মাল সিস্টেম ব্যবহার করে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের হামলা ঘিরে মধ্যপ্রাচ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদ এবং হামাসের প্রতি সংহতির অংশ হিসেবে লোহিত সাগরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে হামলা করে আসছে ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীরা।
ইরানপন্থি এই গোষ্ঠীটির হামলার জবাবে ইয়েমেনে তাদের সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এছাড়া সিরিয়া ও ইরাকে ইরানপন্থি গোষ্ঠীদের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
ইরনা জানায়, দেশের প্রতিরক্ষা জগতে নতুন সিস্টেম যোগ হওয়ায় ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
গত জুন মাসে প্রথমবারের মতো নিজেদের তৈরি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামনে নিয়ে এসেছিল ইরান। ওই ক্ষেপণাস্ত্রের নাম ছিল ফাতাহ। এটি এক হাজার ৪০০ কিলোমিটার দূরের শত্রুঘাঁটিতে আঘাত হানতে পারে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.