উত্তর বাংলা কলেজে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি: আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে লালমনিরহাটের উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে সুজন-সুশাসনের জন্য নাগরিক লালমনিরহাট ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার উত্তরবাংলা বিশ্ব বিদ্যালয় কলেজ ইউনিট এর আয়োজনে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শোষণমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ চাই শ্লোগানে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ এএসএম মনওয়ারুল ইসলাম। প্রধান অতিথি থেকে উন্মুক্ত আলোচনা পরিচালনা করেন সুজন কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড.বদিউল আলম মজুমদার।
বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কলেজটির প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মোজাম্মেল হক,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো.রফিকুল ইসলাম,স্কটল্যান্ডের শিক্ষক আইরিন গ্রাহাম,সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, জেলা সভাপতি গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু প্রমুখ। পরে অলিম্পিয়াডে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।এ সময় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী,রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষিকা, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুজন কেন্দ্রীয় জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে কলেজটির রজতজয়ন্তী, উন্নয়ন,সমস্যা সম্ভাবনা বিষয়ে বিকেলে সাংবাদিকের সাথে মতবিনিময়ে মিলিত হন কলেজের প্রতিষ্ঠাতা ড.মোজাম্মেল হক।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.