ঢাকা প্রতিনিধি: বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর উত্তরায় আজও ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।
আজ সোমবার সকালে দ্বিতীয় দিনের মতো সড়কটি অবরোধ করেন শ্রমিকরা।
এ সময় পুলিশ এসে তাদেরকে রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করে। শ্রমিকরা তখন সরে গেলেও কিছুক্ষণ পরই তারা এসে আবারও সড়কে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচলে চরম বিঘ্ন ঘটে।
এর আগে রবিবারও একই দাবিতে সড়কটি অবরোধ করেন পোশাকশ্রমিকরা।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.